বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

সুমন মাহমুদ

সুমন মাহমুদ এর গুচ্ছ ছড়া


বাবার শাসন

খেলা

রেখে কেবল পড়া
পড়ে
জীবনটাকে গড়া
আছে
বাবার শাসন কড়া
আমার
ভাল্লাগেনা পড়া।

রোদে
ভিজে ফড়িং ধরা
মেঘের
নরোম পিঠে চড়া
ফুলের
সঙ্গে আঁতাত গড়া
নদীর
জলে গোসল করা
ছেড়ে
ভাল্লাগেনা পড়া।

আছে
বাবার শাসন কড়া
হবে
শিখতে লেখাপড়া।



বৃষ্টি ঝরে




টাপুর টুপুর টুপ

বৃষ্টি ঝরে কাঁঠাল পাতায়
দোয়েল পাখি চুপ।

ঝর-ঝরা-ঝর,ঝর
বৃষ্টি ঝরে, যায় না দেখা
পদ্মা নদীর চর।

রুম-ঝুমা-ঝুম, ঝুম
বৃষ্টি ঝরে পড়ার ঘরে
দেয় যে খোকন ঘুম।