বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

বিপ্লব গঙ্গোপাধ্যায়

ভোজন রসিক


বাঁকুড়াতে বাড়ি তার শিবনাথ মাহাতো
লোকজন ধরে এনে দিনরাত খাওয়াতো ।
রাস্তায় যাকে পাবে ধরে এনে বাড়িতে
বলবে- গিন্নী, চাল দাও হাঁড়িতে ।
সাথে চাই জম্পেশ মোগলাই পরোটা
পান্তুয়া খেতে চাও তাও পাবে বারোটা ।
লুচি খাও সন্দেশ কচি পাঁঠা মাংস
তা সে তুমি যেই হও কৃষ্ণ বা কংস ।
শিবনাথ লোক ভালো ব্রেন তার মগজে
যাই তুমি খেতে চাও এঁকে দেবে কাগজে ।