মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

অভিষেক বিশ্বাস


অন্তরাল

একশো বছর বা তারও কিছু পুরনো হলদে পাতায়
নাক-মুখ-চোখ ও তার
রক্তক্ষয়ী স্বচ্ছতা
আজও ডুকরে কাঁদে।
মশারির ভিতর থেকে আমি বাইরে খোঁজার চেষ্টা করি,
চুঁইয়ে আসা জলের আওয়াজ।

আমার বাইরে থেকে ভিতরে দৌড়ে যাওয়ার রাস্তায়
তুমি শোষকের কাজ করেছ  
যার হাতে মুঠো মুঠো স্বপ্নের ছায়াপথ ও
মৃত্যু।
তুমি যত ইঁট-কাঠ-পাথরের মাঝে রক্ত খোঁজার চেষ্টা করবে,
ততই দীর্ঘায়িত হবে
অন্ত্যেষ্টির সময় আর রাজনৈতিক মিছিলের লাইন

তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রাস্তার পাশের গলিতে
মহুয়া-শিমুলের নীচে,
যখন ওরা খিদে কুঁড়ায়,
আমার রক্ত ও তার সঞ্চালন
শীতঘুমে আচ্ছন্ন থাকে।