মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

সিপাহী রেজা


উদাসীনতা

রাত জাগা হল অনেক,
রাতের গাঢ় অন্ধকার জমে জমে হয়ে গেল হিম !
প্রত্যক্ষদর্শীর মতো আমিও ছিলাম শহরের নিয়ন আলোর নীচে

মশার গুনগুন, কুয়াশা, ঝির-ঝির বাতাসের সাথে প্রেম
আর অভুক্ত থাকার যন্ত্রণা যেন-
শুধুমাত্র তাদের (পথ-শিশু), আর আমরা (সচ্ছল জনতা)
যান্ত্রিক সুবিধার মর্তে মাতি, নতুন উল্লাসে!
সঙ্গমের প্রস্তুতি বাড়ে প্রতিটি শিরা, উপশিরা, লোমকূপে

এমন বিদিক বৈষম্যের রাজ্যে,
মাতালের জন্য জয় হোক- এক পেগ মানবতা !

আমি আবার ভুলে যাওয়ার ইশতেহারে মাতাল হব,

একবার নিঃসঙ্গ জোনাকি কে চাঁদ ভেবে মাতাল হয়েছিলাম !
এবার জোছনা কে দুপুর ভেবে উদাস হব , এমন-
অহেতুক পরে থাকা রাতের শরীরে জমুক কুয়াশার ধুলো !
কিস্তিতে কেনা বিষাদগুলো হারিয়ে যাক মায়াবতী শীতে।
যেভাবে পাতার শিহরণ গুম হয়ে যায় শিশিরের চোখে।

তাতে আমার কী ? আমার কোনো কিছুতেই, কিছু যায় আসে না