মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

পৃথা রায়চৌধুরী

স্বীকৃতি মিলবে না

চলতে চলতে
হঠাৎ চারুলতা গোনে চাপা নিঃশ্বাস  

চকিতে দেখে নেয়
সন্ধে বেলার সূর্য ওঠা  

এখনি কি ফিরতে হবে

#

বলতে বলতে

হঠাৎ চুপ করে যায় অমল

জাফরি ভেদ করে আসা

আলোর নকশা বুঝি আড়ি পাতে

রিংটোন এক আঘাতে থেমে যাবে

#

জ্বলতে জ্বলতে

হঠাৎ ছাই চাপা ফুলকি

ছিটকে উঠে পোড়ায়

পর্দানসীন মন
, বেপাড়ায়
খুনসুটি অন্তর্জাল বিলাসী
, কোথায় কবে
  


9 comments:

Arpita Dasgupta বলেছেন...

খুব সুন্দর লিখেছ বন্ধু

prolay mukherjee বলেছেন...

প্রতিটা স্তবকে সহজ আর বিস্তৃতি কাব্য কণা ছড়িয়ে আছে।
বেশ সুন্দর লাগল।

milan বলেছেন...

এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

milan বলেছেন...

তোর লেখায় যে ঋজুতা আছে সেটা মুগ্ধ করে । সুন্দর লেখা ।

Preetha Roy Chowdhury বলেছেন...

অসংখ্য ধন্যবাদ বন্ধু...পাশে থেকো।

Preetha Roy Chowdhury বলেছেন...

অসংখ্য ধন্যবাদ......।

Preetha Roy Chowdhury বলেছেন...

অসংখ্য ধন্যবাদ ......

Banibrata বলেছেন...

বেশ ভালো লাগল। খানিক সেই সিঁড়ি ভাঙা অঙ্কের মতো যেন! সুন্দর।

একটা কথা - আমি কিন্তু 'অসংখ্য ধন্যবাদ' নেব না। হা-হা-হা!

Preetha Roy Chowdhury বলেছেন...

বেশ, দিলাম না অসংখ্য ধন্যবাদ... শুধু কৃতজ্ঞ থাকলাম সময় নিয়ে পরেছেন ও মন্তব্য করেছেন বলে। ভালো থাকবেন ।