মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

সুচেতা রায়


সাধারণের পরে                        

ঠিকানারা সব একই দিকে চলে যাচ্ছে               
আমার পাশের ছেলে
তার পাশের জেব্রা পারাপার
তুমিও সেখানে বসে আছো
আরও যারা ভীষণভাবে চায়
আমি সাধারণ হই

#

ওরা সবাই একই ঠিকানায়, কী করে পৌঁছাবে নবেন্দু?
ওখানে তো মাটির ভীষণ অভাব
ওদেরও এবার ঠিকানা বদলাতে বলো
আমি এখানে দাঁড়িয়ে
ওদের ফিরতে দেখব প্রতিদিন... 



1 comments:

milan বলেছেন...

এই সিরিজ একদিন বাংলা সাহিত্যে উজ্জ্বল হয়ে থাকবে ।