মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

রমিত দে


ওইপাশে অনুক্ত
ও ছড়িয়ে পড়ুক
সংখ্যাহীন মুকুলের দিকেই ওর স্থিতি

লাল সাদা জামা পরে ঝুমকোলতা
ঘুমে ঢুলতে ঢুলতে ঝুমকোলতা                                          
চিনেমাটির হাতল ভেঙে ওই ওর বিষাদ

দুলতে দুলতে ভেসে চলেছে
সাত টুকরো হয়ে ভেসে চলেছে...

বেত ঝোপ সরিয়ে
হলদে মতো দুঃখকে সরিয়ে  
শোক আবার এক গা গয়না পড়েছে

দুঃখের কাছে দাঁড়ালে
শোকের কোনো ছলাকলা নেই
পূর্বাভাস নিয়ে তার কোনো প্রশ্ন নেই

পাখি বসিয়ে
গাছ বসিয়ে
ছুঁতে না পেরে কেউ কিনে রাখছে
          সামান্য যোগাযোগ!
প্রথার ভেতর লাফিয়ে নামছে মাছ...

সুবাতাসের সাথে ও ফিরে যাক
ডিম খুঁজতে খুঁজতে
জলের সাথে বিয়ে হয়ে যাক মাছের...


2 comments:

ujjiban বলেছেন...

দুঃখের কাছে দাঁড়ালে
শোকের কোনো ছলাকলা নেই।
পূর্বাভাস নিয়ে তার কোনো প্রশ্ন নেই

A Fair well to pen. বলেছেন...

অসাধারন রমিতদা। তোমাকে আভূমি প্রণাম।