মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

সোমনাথ দে


ম্যানহোল


আমার শহর ম্যানহোলে আজও বেঁচে আছে
দারু আছে !
পাশ দিয়ে হেঁটে যায় আবর্জনা ছুঁয়ে এরকম অনেক হাঁটুকে চিনি
আমি প্যালিনড্রমে আক্রান্ত । 

 #

এই ম্যানহোল আমার শৈশব বয়ঃসন্ধি যোনিভক শীতের কাঙাল  
পরিবর্তন পরিপন্থী ...
আমার ক্লীবত্বের ধারক  ...
মাথার ভিতর ম্যানহোল জেগে ওঠে তোমার কলকাতায় ... 


2 comments:

milan বলেছেন...

" মাথার ভিতর ম্যানহোল জেগে ওঠে তোমার কলকাতায় .."
জিও ।

Amalendu Chanda বলেছেন...

আসলে এখানে এই উত্তপ্ত সীমূমে
মৃত্যুকে তর্জনী তুলে বেঁচে থাকা
সময়ের পরিমাপ কিম্বা গুরুভার
বিনীত নরম নয়, দুর্বিনীত নয়,
শুধু মিথ্যে উর্বরতার গল্পে মাতে না কখনো -