মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

অভিষেক বিশ্বাস


একটা অরাজনৈতিক কবিতা

সে অন্ধকূপ হত্যাকাণ্ডে মরেনি।
তার শরীরেই
ব্যাঙের ছাতা ও নিষিদ্ধপল্লী।
তার শরীরেই
সব ক্লান্ত সাপেরা শীতঘুমে।
তার শরীরেই
ভিড়ে ঠাসা রাস্তার ফুটপাথ।
তার শরীরেই
নোনাডাঙা শিহরিত হয়।

#

তদন্ত হোক্।
সে অন্ধকূপ হত্যাকাণ্ডে মরেনি।