মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১২

অমিতাভ দাশ


মোহানা

তারপর, এক নদী ধরে হাঁটতে হাঁটতে একি! মোহানা!
ইছামতী, হাসবানু, রূপমতী, তিন নদী, সাগরে মিশে একাকার!
আগে তো দেখিনি এতো কাছে, তবু জন্মভূমিসম লাগে যে চেনা...
সমুদ্র হাওয়ায় নেভে না নেভে না তুলসী-পিদিম-আভার সে বাহার!

এখানে ওখানে ছায়াময় রূপকথা, মায়ের মতন আঁচলে অনেক তারা
যেন নতুন ঘনিষ্ঠতার চোখ, চোখ বুজলে বকুল হয়েই ঝরবে !
দোকানবাজার ছিলনা, অজস্র ঝিনুকে অক্ষয় সে শান্তি আছিল ভরা
কন্ঠস্বরের সে আলো জানি, আমি জানি, থেকে থেকে মনে পড়বে!

এলোমেলো কথা হাওয়ায় উড়েই গান, সুর ছিল? নাকি সৌরভ?
সমুদ্রধ্বনি উত্তাল, নাকি মাতাল হৃদয়ের স্পন্দন ছিল ধুকপুক!
দানা দানা ভালোলাগা জমে মুক্তো ! এতে তৃপ্তি? এতে গৌরব?
আমি তাই মানি! প্রশ্ন রাখিনি ! বিদায়ও বলিনি... শুধু সুখ!