সুমন মাহমুদ-এর কবিতা
আত্মহত্যার সংসার
পোড়া কাঠের গন্ধ আত্মহত্যাকে মধুময় করে তুললে ঘরে ফেরার তাড়া ভুলে
শশ্মানে মুখ ডুবায় দুরন্ত ডাহুক। ক্ষুধার্ত প্রেমিকের কাক হয়ে যাওয়া
সিঁদুরের গন্ধ ভালোবাসতে শেখায়। হরিৎ স্বপ্নের মুখাগ্নি-
জড়ানো ঘুমের আবোল তাবোল গল্প, মুখাগ্নিকে বলি লগ্নি করা শিরায় জারিত সন্তান
একশো কোটি বিজারণেও তাকে আর ফেরানো যাবে না ঘরে
এখানে এই নীল সমুদ্রে অগ্নিশিখা পথ কাটে সবুজের সাঁকোয়, আর শেয়ালের
কন্ঠস্বর বিস্ময় ছড়াতে থাকে আত্মহত্যার সংসারে।
সুখের সুবাস
যখন ফেলে এসেছি পাখির পালকে ঠোঁট দুটো ভালোবাসার
তখন কেন ফিরে যাও নস্টালজিয়ার যৌবনে বারবার
তোমাকে তো বেঁধে রেখেছি নন্দীগ্রামের বক্ষ বাসরে
ছিঁড়ে ফেলতে চাই নি তাই আকাশের ছাউনি
যদি সুখি হও আমাকে দিও তার কতিপয় সুবাস
দহনের পেন্ডুলাম
যদি নিঃশেষ হওয়া যেত ভরদুপুরে অগ্নিদহনে
কত না তবে আর ভালোবাসার স্মৃতিচিহ্ন আমার
হন্তারক পূবালি হাওয়ার সাথে মনে মনে
গড়া হত না সুখের সংসার।
নীলের ফাঁদের পা দিলে জানি মেঘের চুম্বনে
চোরাবালিতে ডুবে যেতে হয় প্রতি নিঃশ্বাসে
পুড়ে যেতে থাকা হৃৎপিণ্ডে প্রতিক্ষণে-
দুলতে থাকে সংশয়ের পেণ্ডুলাম, উত্তুরে বাতাসে।
আত্মদহন কতটা পোড়ায়
পদ্মার ভাঙ্গনে লুকালে মুখ
তারে দেখা যায়।
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৪
কবিতা - সুমন মাহমুদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ০৬, ২০১৪
কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন