শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

রত্নদীপা দে ঘোষ


শামুক

নিজের শিশুকালকে আপনি ঘৃণা করেন
অতি শৈশবেই আপনি টের পান যে আপনার মায়ের অনেক পুরুষ বন্ধু আছে । বাবার অনুপস্থিতিতে তারা অনেকে বাড়িতে আসা যাওয়া করে । প্রায়শই স্কুল থেকে ফিরে দেখা যেত ড্রয়িং রুমে তুমুল আড্ডা আর আপনার মা তার মধ্যমণি সেইসব দিনে বাড়িটা বড়ো অগোছালো আর অপরিষ্কার
বারো বছরের জন্মদিনের রাতে কথা কাটাকাটির আওয়াজে আপনার ঘুম ভেঙে যায় কম্বলের ফাঁক দিয়ে আপনি দেখতে পান আপনার অসহায় বাবা তাঁর স্ত্রীর সামনে কিভাবে গুটিয়ে নিচ্ছে শুঁড় । আর আপনার মা এলোপাথাড়ি চড় থাপ্পড় মারছে তাঁর স্বামীকে
ভয় । আর শীত । খুব অন্ধকার ।
উন্মত্ত নারী পুরুষ একে অন্যকে ছোবল মারতে থাকে
পিতা পুত্রের ধারণাও ছিল না সেই রাতে আপনারা এক মৃত মানুষকে মাঝখানে নিয়ে ঘুমিয়েছেন
তারপর থেকে প্রতিরাতেই আপনি শামুক হয়ে যান