শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সুপ্রভাত রায়


এখন আমার কোনো অসুখ নেই -২

এক একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আলো
শিকড় ছুঁয়ে দিয়ে যায় সময়

অপ্রত্যাশিত প্রাপ্তির যোগফল জুড়ে জুড়ে
শান্ত এক ঘুম নেমে আসে বাগানে

ফুলেরা সম্মতি জানায়
হাওয়ারা সঙ্গ নেয়
পৃথিবী কাঁধে হাত রাখে

বেঁচে থাকা জুড়ে
আলোর ফোয়ারা রচিত হয়


1 comments:

অপরাজিতা বলেছেন...

" এক একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আলো
শিকড় ছুঁয়ে দিয়ে যায় সময়"