শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

সুমিত রঞ্জন দাস


সুমিত রঞ্জন দাস
আকাঙ্খা

লম্বা বারান্দা
টিমটিমে সর্বনাশী আলো,
কান্না নয়
শনশনে হাওয়ায় শুধু গান,
ঘুম নেই স্বপ্ন নেই
     এক অশরীরী ছায়া,
কেউ দুলতে দেখেনি আমায়

দেখা হবার কথা ছিল?
তাহলে
নিহত ভুল আবার কেন
     বেঁচে ওঠে,
বারান্দার ঝাড়লন্ঠনে
ছড়িয়ে পড়ে
     পুলকিত জ্যোৎস্নার আলো;

ফিরে কি আসা যায়?
রক্তার্ত পথ
ছিন্নবিছিন্ন হৃদয়ের ভাষা
অনিদ্রা দুঃস্বপ্ন
আরো, আরও কিছুদিন
     প্রাণভরে দেখি;

ঝাড়লন্ঠনে রঙ বদলায়
তবু চোখে বিজ্ঞাপনের ভাষা,
জানি
তোর আজ কিছু বলার নেই
একটাই কথা শুধু  -
     'কাছে এসো, আরও কাছে'


2 comments:

Ulka বলেছেন...

আকাঙ্ক্ষা দারুণ লাগল...অধরা।

milan বলেছেন...

ভালো লাগলো দাদা ।