শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

শিশির ভট্টাচার্য


একটা বাঁচার দাম

এখন বাঁচার দাম বেশ কিছু চড়া,
প্রিমিয়াম পড়ে বড় বেশি ।
আজকাল পথঘাট তেমন সহজ নয়।
খানাখন্দ অত্যন্ত ডিঙিয়ে সংখ্যাহীন লেন-বাইলেন।
অথচ সেইদিনও দেখ, চৌমাথার মোড় ছুঁয়ে
সবুজ পাহাড়গুলি। যেখানে
সাজানো ছিল কত নীল সবুজ সকাল।
সূর্যমুখী চেতনার বয়ঃসন্ধি উন্মুখ প্রহর
সামান্য অস্থির পায়ে দুরন্ত সময়।
গাঢ় রসে সঞ্জীবিত রমণীর উত্তজক সুখ।
এখন অসুখ আর তত তীব্র
কোহলের ভারসহ নয়। কারণ
সময় আজ অন্তহীন উদাস দুপুরে
বড় বেশি একা। তবুও কম্পোজ
কিংবা সোনারিলে মৃদু করা
উদাসীন স্তব্ধ রাতগুলো স্বাদু করে
প্রতিদিন বয়স সঞ্চয়।

এখন শহর মানে
গোত্রহীন মুখের মিছিল কিংবা
অন্ধকার জটিল কুহক। সঙ্গহীন
দুঃসহ একক। এখন জীবন মানে
যাত্রা নেই শুধু আয়োজন
এবং অতঃপর সাগর- পাহার- বন
দৃশ্যপটে আঁকা থাকা ভালো।
কেননা বাঁচার দাম আজকাল
বেশ কিছু চড়া, প্রিমিয়াম
পড়ে বড় বেশি।