শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

অমিতাভ দাশ


বর্ষণমুখরিত

এখানে নদীর ছিল বাঁক
পাশ ফিরে আধোঘুমে চুপ
চুলের ছিল যে রাশ থাক
গন্ধতেলঘ্রাণ অপরূপ...

আমি আনি তিতির আঙুলে
বৃষ্টিভেজার ওই ডাক  
নদী জাগেআদুর লাঙলে
ফসল, সোনালী স্বপ্ন সেই পাক!

এমনই নাবিলে বারিধার
অদৃশ্য চরাচর দিক!
উড়ন্ত হাঁসের ও ডানার
ঝাপটায় বালি চিকচিক

বর্ষায় বন্যায় দুই শাঁখ
পদ্মফোটা উপভোগে মূক
ঘুঘুডাকা চুপ ছিল সুখ
এখানে নদীর ছিল বাঁক