শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

শর্মিষ্ঠা ঘোষ


এখন

গোধূলির পথে টাইটানিক বিভ্রম আর নয় ,
পথ ছাড় এবার স্বেচ্ছাচারী আত্মঘাতী মায়া
পৌনঃপুনিক ভুলের মাশুল গোনাগাথার শেষে  
কিছু বোধের কথা হোক ...
অনেক হল অন্ধ জুহাত, লাগামহীন পদক্ষেপ
অনেক হল শব্দের অগ্নিপরীক্ষা
বে-বুনিয়াদ হার্দিক ক্ষয়
নিয়মের নাড়ি নক্ষত্র না জেনে বেপথ খেলা   
ঘষা কাঁচে মুখ দেখা ভাঁড়ের মতন
জাটিংগার মতো  জাহান্নামের পথে ঝাঁপ   
এখন কিছু রুদ্ধ কান্নার পথ খুলে যাক   
এখন কিছু পুরনো পাপের স্খলন হোক  
এখন কিছু গোপন স্বীকারোক্তি শুনুন, ধর্মাবতার !
কপালগুণে আবার গোলকধাঁধায় ঘোরার আগে খানিক হাল্কা হয়েনি ...