শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

শহিদুল ইসলাম


শিকারভূমি অথবা দূরবীন বিষয়ক । 
                 
অবশেষে আমরা পৌঁছে গেছি সময়-শূন্যতায় ;
বাতাসের গতিপথ বদলে গেলে  -
দৃশ্যের মেরুচিহ্ন মুছে যায়
অবোধ্য এই শিকার-ভূমিতে দাড়িয়ে ,
ফিলামেন্ট চোখে দেখি -
শরীরে যোনীচিহ্ন নিয়ে উঠে আসছে শত শত ময়ূর!
বিউগলের সুরের মতো ছড়িয়ে পড়ছে -
বিপন্ন পাখিদের আর্তনাদ

অনিকেত অন্ধকারের অতলে প্রবেশ করতে করতে 
কেবলই মনে হয়,
সুদূর থেকে কারা যেন -
খুলি বরাবর তাক করে রেখেছে দূরপাল্লার স্নাইপার!
প্রত্যাশিত অপেক্ষা ছাউনিতে বসে শুনি-
বিলুপ্ত পুষ্পের আহবান

ফুলেদের ঘ্রাণ নিয়ে বড় হয়েছি;
বৃক্ষের করতলে রৌদ্র-মুকুর সুগভীর হলে -
চুপি চুপি শিখে নিয়েছি ছন্দ-বিদ্যা
অতএব প্রত্যাশা সেলুলয়েড বুদ্বুদ,
হেসে হেসে নেমে গেছে তৃতীয় কক্ষে  


2 comments:

অপরাজিতা বলেছেন...

' প্রত্যাশিত অপেক্ষা ছাউনিতে বসে শুনি-
বিলুপ্ত পুষ্পের আহবান।'...... valo laglo

shohidul বলেছেন...

পাঠে কৃতজ্ঞতা