শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

রঙ্গীত মিত্র


আমি এর থেকে বেশি কিছু জানি না

পাথরের খাদ তোমার পকেটে
বিনা পয়সার যাতায়াত ছাড়া এই বাইক
এই উল্টোমুখীন বাসের ঢল
ট্র্যায়াল করে শহর শরীরে লাগিয়েছে
এখন অবশ্য কন্ট্রোল অল্ট টিপতেই হাতে ব্যথা করে
আকাশের থেকে উঁচু থেকে লাফালাফি খেলে বায়ুস্তর
আর বেড়ে ওঠার আশ্চর্য সম্পদ নির্জনতা খোঁজে
কিন্তু তুমি তো পিয়ানো বাজাতে জানো না
তাহলে কাকে নিয়ে যাবো ?
শর্মিলার হাব্বি অনেকদিন বাদে বিদেশ থেকে এসেছে
আমাদের গা থেকে তবু যৌনতাগুলোকে ঝেড়ে ফেলা খুব কষ্টকর হবে বলে, আমাকেই চলে যেতে হবে...


2 comments:

milan বলেছেন...

সম্পূর্ণ অন্য ঘরানার লেখা । একে রঙ্গিতীয় ঘরানা বলি এইজন্যই ।
জিও ।

অপরাজিতা বলেছেন...

'আকাশের থেকে উঁচু থেকে লাফালাফি খেলে বায়ুস্তর
আর বেড়ে ওঠার আশ্চর্য সম্পদ নির্জনতা খোঁজে
কিন্তু তুমি তো পিয়ানো বাজাতে জানো না।'..... অসাধারণ। শুভেচ্ছা রঙ্গীত'দা।