শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

পাভেল আল ইমরান


দুইটি অনুকাব্য


বিকেলে দেখা তাঁর সাথে, রাস্তায়
পর্যবেক্ষণ করেছে আমার ইউনিফর্ম, ব্যাগ, সানগ্লাস
ভদ্র কোম্পানির হাসির গায়ে সম্মান রেখেছে তাঁর ঠোঁটে

সাঁঝে সে আমার রুমে খালিগায়ের আমাকে উলঙ্গ দৃষ্টিতে ছাঁকা
নগ্ন কথা, ভারহীন গল্প, অপ্রাসঙ্গিকতা, আর আমার মূল্যহীনতা
তাঁর সাথে সমতার হাতটি আমার কাঁধে

সবীর্য কোমল বিছানায় রাতের ডুবন্তক্ষণে
ব্যর্থ রতিকাজ শেষে অশান্ত অতৃপ্ত নারী
আমি এখন মন্দিরে দেবীর পায়ের নিচে অবাঞ্ছিত


সুদানের মাঠে শব মায়ের কাঁধে সন্তান
তুমি অপেক্ষা করো মা, আমি নিয়ে আসছি নতুন ফরমান
ক্ষিদাকে বিলুপ্ত করে সংশোধন করব - স্রষ্টার সংবিধান । 


1 comments:

আরশিনগর প্রাণভূমি বলেছেন...

ক্ষিদাকে বিলুপ্ত করে সংশোধন করব - স্রষ্টার সংবিধান
অনবদ্য