শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

দেবযানী বসু


ফিরতি ডাঙা

এটা তো কালকের কথা। ত্রিশূলের হাজার সূঁচে
শিকার পটেছে অ্যা নিমাল প্ল্যানেট। বিশাল বিশাল
খাবারের নীচে শহরের বিনম্র ডস্টবিন। তাহলে কবির
নামেই হোক দ্বীপ। লম্বা ফিতের মেঘ কেটে বিমান
চক্কর দিক। সেই তো প্রচুর জলবিশ্রাম পেয়ে পথের
পাশ ফিরে শোওয়া । ইতস্ততঃ অফিসঘরের ফিসফিসানি...
উঃ মুক্তো মুক্তো ফল ভাঙতে কতটা আসতে হল।

হাত নেড়ে চলে যাওয়া ঢেউ রেলগেটের ডাকে ফিরে আসে।