অতল জলের কাহিনী
দূর সাগরের পারে
আকাশে রং ধরে
ঢেউয়ের তালে তালে
জাহাজ ভাসে জলে।
বালির উপর বালি
উড়ছে কেবল খালি
লোকেরা ভিড় করে
জলের ধারে ধারে।
মন পবনের হওয়ায়
খুশির দোলা জাগায়
বালির ফাঁকে ফাঁকে
ঝিনুক পড়ে থাকে।
ঢেউয়ের পরে ঢেউ
গুনতে পারে না কেউ
অতল জলের কথা
বোঝার চেষ্টা বৃথা |
1 comments:
"ঢেউয়ের পরে ঢেউ
গুনতে পারে না কেউ
অতল জলের কথা
বোঝার চেষ্টা বৃথা|" - অসাধারণ উক্তি! "অতল জলের কাহিনি" ভালো লাগলো দিদি।
একটি মন্তব্য পোস্ট করুন