শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

বিপ্লব গঙ্গোপাধ্যায়


রোদ মাপতে মাপতে

রোদ মাপতে মাপতে চলে যাচ্ছি বরফনগরে হিম হয়ে আসে ছবি  কৃষ্ণকলি চুলের আড়ালে কেবল বৈকুন্ঠ খুঁজি শুভচিহ্ন ছায়া ওই যে জানলায় চলমান আলো, প্রবাহবার্তা দৃশ্যের ভেতরে ঢুকে অন্যপাশে চলে যায় প্রচণ্ড হুল্লোড়ে সরে যায় শূন্য কালো দৃশ্যাতীত বোধ নানান নিয়মরীতি সুত্রর ভেতরে সুত্র জটিল আবর্ত…. বারবার সুলুকসন্ধান পরিক্রমা জাগরুক পিপাসাপ্রতী

স্মৃতি থেকে নক্ষত্র অন্বেষা প্রতিরাতে পলিমাটি আনন্দদ্যোতনা লেখে নিস্পৃহ সেতার ফিঙ্গারপ্রিন্ট থেকে তোমাকে সনাক্ত করি বরফপাহাড় নগ্ন ঈশ্বর হাঁটে……দিগম্বর স্মৃতি

রোদ মাপতে মাপতে চলে যাচ্ছি দূরের স্টেশনগুলি  ছায়াঢাকা শস্যখে


2 comments:

অপরাজিতা বলেছেন...

ভাল লাগল।

Banibrata বলেছেন...

"রোদ মাপতে মাপতে চলে যাচ্ছি বরফনগরে। হিম হয়ে আসে ছবি কৃষ্ণকলি চুলের আড়ালে। কেবল বৈকুন্ঠ খুঁজি শুভচিহ্ন ছায়া"...

__অসাধারণ লাগলো! মোহময় আচ্ছন্নতা!!