কাফেরের কৈফিয়ৎ
কাফের চাইছ ডাকতে আমায়?
মনের ভিতর ভিন্ন সমাজ গড়ছি বলে?
তোমার বসন্তে সন্ন্যাসিনী সেজে
নিজের সাথেই হোলি খেলব এইবার।
তোমাকে সংস্কার শত বুঁদ করে রাখো
বেঁধে রাখো আষ্টে-পৃষ্টে চিরকাল
আমার বুকে আরও স্পষ্টতর হোক
প্রথম আলোয় অচিন পাখির ডাক।
অস্ত যেতে যেতে সূর্য যে বৈরাগ্য দিয়ে যায়,
আমি সেই রং দেখেছি জানালায়।
আয়নায় সব রঙকে দেখেছি রাজকীয় হয়ে যেতে
তোমার জীবন বৃথা সাদার সাথে খুঁজে মরুক কালো দাগ।
1 comments:
"আয়নায় সব রঙকে দেখেছি রাজকীয় হয়ে যেতে "
একটি মন্তব্য পোস্ট করুন