শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

2 comments:

অপরাজিতা বলেছেন...

ভাল লাগল।

A Fair well to pen. বলেছেন...

আজ দীর্ঘদিন ধরে ছবি আঁকছেন লালুপ্রসাদ সাউ। বাংলায় চিত্রশিক্ষার সাথে এক হয়ে গিয়েছে প্রায় এই শিল্পীর নাম। তার অনন্যসাধারন গ্রামবাংলা-ভিত্তিক বিষয়ভাবনা যা বলিষ্ঠ তুলির টানে হয়ে ওঠে অতুলনীয়, আকর্ষণীয় এবং ধোঁইয়াশাবীহিন ঝকঝকে। গ্রাফিক্সে বিমূর্ত আবার পেন্টিং-এ অবয়বধর্ম-কে বিষয় হিসেবে বেছে নেবার ফলে উভয় মাধ্যম-ই উপকৃত হ্যেছে বারবার। লালুপ্রসাদের ছবি আজ বহুদিন হ'ল অনুসরন করে আসছি এবং দেখছি - এই বয়সেও কলাভবনের প্রবীণ শিক্ষক লালুপ্রসাদ কিভাবে বাঁক নিচ্ছেন বারবার - চিত্রভাবনায়, অঙ্কনরীতি ও কৌশলে, মাধ্যমে। এই চিরনবীন শিল্পীকে প্রণাম ; ইনি সেইসব বিরল চিত্রশিল্পিদের একজন - যিনি সরকারী আর্ট কলেজের ছাত্র হয়েও শান্তিনিকেতনে কলাভবনের অধ্যাপ্না সামলাচ্ছেন। সর্বদাই নারীমুখের তীক্ষ্ম প্রোফাইল ও সূঁক্ষ্মরেখার বিন্যাসে গড়ে তোলা সুডৌল পটভঙ্গীমায় নির্মিত শরীর এবং রঙের বিতরনে ও আবহে ঠান্ডা, শান্ত চিরাচরিত পল্লীবাংলার এক ফিলিং এনে দেয় তার এই পেন্টিংগুলি। শিল্পীকে শিল্পানুরাগীর প্রণাম।