বুধবার, ১৪ আগস্ট, ২০১৩

কবিতা - উজান

কম্পাস
উজান


কবিতায় স্মার্ট হয়ে উঠছেন পায়রাবতী
আর সঙ্গমে স্মার্ট হয়ে উঠছেন সমতল পেট

সেভাবে দেখলে আমার কোন উন্নতি হচ্ছেনা
দশটি ময়ূরী দিকের মধ্যে দাঁড়িয়ে ঘাড় লম্বা হয়ে ওঠা ছাড়া

আমি অপেক্ষা করছি
কবিতা,শরীর আর শুন্যতার সঙ্গমে স্মার্টলি ঢুকে পড়ব বলে

তারপরেই আমাদের দিগদর্শী জন্ম হবে বেশ...



5 comments:

sanjh-bela বলেছেন...

khub valo laglo Ujaan. r o mugdho hote chai,

Rajarshi Majumdar বলেছেন...

Ujaner kobitati valo legeche...

A Fair well to pen. বলেছেন...

কবিতাটি দেখতে দেখতে ভেসে উঠল কম্পাস। এক পা কেন্দ্রে রেখে আরেক পা তাকে ঘিরে ঘুরেই চলেছে। তার পরেই কম্পাস বদলে স্মার্ট এক পায়রাবতী নর্তকীতে ! স্পষ্টতঃ, ছন্দ ছাড়াই এই লেখা দিয়ে পাঠককে নাচিয়ে ছেড়েছেন উজান। স্মার্টনেস, বলাই বাহুল্য ; তদূর্ধ্বে যা আছে তা হল খানদানী রহস্য ! অথচ উজানকে ছন্দেই চিনি। এই উত্তরণে আশাপূর্ণ হলাম। শুভেচ্ছা।

মামনি দত্ত বলেছেন...

কবির কলমের মুন্সিয়ানা নির্দিষ্ট পথ ধরে চলছে। যেখানে পাঠকের মুগ্ধতা বিচ্ছিন্ন নয়।

Abdullah Al Jamil বলেছেন...

মোটামুটি লেগেছে।