রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – যশোধরা রায়চৌধুরী



টীকা ও ব্যাখ্যাসহ

বুকের বাঁদিক দিয়ে ব্যথা চলে যায়
লিখি আমি ডানদিকের ফোঁড়াটির কথা
সহজে বলব না আমি সহজে বলিনা
বলিতে পারিনা আমি আত্ম আকুলতা

পেতে পেতে দেওয়া আর দিতে দিতে পাওয়া
না-পাওয়া না-দেওয়া তবু অভ্যাস হল না
তবু আমরা দুঃখকষ্ট-অভ্যস্ত হব না
জীবনের পর্দা দোলে হাওয়ায় হাওয়ায়

এতকিছু গল্প থাকে পরতে পরতে
প্রতিটি গল্পের মধ্যে বাঁদিক ডানদিক
সহজে মনের কথা বলিতে পারিনা
ডানদিকে বেদনা হলে চেপেছি বাঁদিক

পেরেছি সূক্ষ্ম ব্যথা বোঝাতে নিজের
এভাবেই, হৃদয়েও শুকনো ও ভিজের
অনুভবে রগড়াই নাক কিম্বা কান
এভাবেই বুঝে নিতে হবে এ ব্যাখ্যান

নিজের দুর্বল দিক তোমাকে দেখাব
তার আগে নিজেকে তো দেখতে হবে, নাকি?
আমার সমস্ত ব্যথা আমি নিজে নিজে
অনুবাদ করি ভুল ভাষায়, পোশাকি...