রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – সৈকত ঘোষ



চতুর্থ তরঙ্গ

১.

রক্ত মাখা জামা গলিয়ে নিচ্ছি রোজ এইভাবেই
তলপেট থেকে হ্যালোজেন মাখা আলোককনা
জন্ম দিচ্ছে শহর...

এইভাবেই দিনগুলো রাত রাতগুলো দিন হয়ে যায়
চোখ ফেটে সবুজ কালি, বড় ভয় !

যেসব সেফটিপিন শাড়ির আঁচল আটকে রাখে
তারাও মাংশলোভী
          শরীরে লুটোপুটি খেলে বেজায় আরাম
আমি উল্লাস ভেবে জিভ ছোয়াতেই

মৃত্যু, নীল হয়ে যায়

২.

স্বপ্নের উত্স থেকে কিছু প্রশ্ন তৈরি হয়: অলৌকিক মিথস্ক্রিয়া
আর বন্ধ্যা গাছেদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে
প্রচন্ড ইচ্ছা শক্তি মাটি ফুড়ে তুলে নেয় পাতাল| মদের গ্লাসে
পাপড় চুবিয়ে খাওয়ার মধ্যেও ঔধত্ত্য লুকিয়ে থাকে

সাপের নাকে চুমু খাওয়া অতৈ সস্তা?