রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – তুষ্টি ভট্টাচার্য



ফরেনসিক বিশেষজ্ঞ

তিন হাঁটু এক করে বসে আছি এই ঘরে -
এঘরে তোমার আঙুলের ছাপ লেগে আছে ।
কোন ফরেনসিক বিশেষজ্ঞ ছাড়াই খুঁজে পেয়ে যাই -
খুঁজে পাই আঙুলের ছাপ আর ঝরে পড়া চুলের অবশেষ ।
তিন হাঁটু এক করে বসে আছি -
গুটিসুটি মেরে কুণ্ডলী পাকিয়ে আছে যেন কুকুরের শীত ।
কালকে তোমার আসার কথা আছে বলে গা ঝাড়া দিয়ে উঠি ,
ধুলোটুলো ঝেড়ে তকতকে করি ঘর দস্তানা পরা হাতে ।
তুমি আসবে , ফরেনসিক বিশেষজ্ঞরাও আসবে সাথে
ওদের তদন্তের কিনারা হবে না এবার -
অথচ তুমি ঠিক শুঁকে নেবে আমার দগদগে ঘায়ের গন্ধ !