রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – মুরারি সিংহ



ল্যান্ডমাইন ও বৃষ্টিপ্রকারের কবিতা

হাসিগল্পে মাতোয়ারা চারজন যুবতী কন্যে
ভারতীয় সংবিধানের পাতা থেকে উঠে আসা
যেন চারটে জলজ্যান্ত ল্যান্ডমাইন
সিঁড়ি বেয়ে নেমে গেল পাতালে
পাশাপাশি আমিও ভীষণই মাংসুটে

চারপাশ থেকে ঢেউ মারছে লক্ষ ওয়াটের ফ্ল্যাশ এন্ড ব্লাড
বর্ষা হোক বা বসন্ত গোবেচারা নরনারীদের জৈবডাঙার
সবই মধুমাস সবাই অতিক্রম করতে চাইছে
মুঠোভর্তি কর্পূরের পরমায়ু

তবুও রংতুলি হাতে বসে থাকা মাঝরাতে
ঘনিয়ে আসে ঝরাপাতা নিবেদিত গুমখুন
বকফুলের নিজস্ব প্রতিবেদনে মানুষ তখন
নিরেট গোলাপগন্ধে একাকার এক
লাফিয়ে ওঠা সমুদ্রের গোমস্তা

গলে যাওয়া মোমবাতির অনাশ্রয়ের দিকে
বুকে হেঁটে এগিয়ে আসা জলবিদ্যুৎ
ফুলচাষীর একা-থাকার দরজায় নিকটতম টোকা দেয়

শিবের গাজনের ঢাকিরা যতোই মদের তেষ্টায় জারিত হয়
বকুলবনে উড়তে থাকা বাউলগান ততই হৃদমাঝারে
জড়িয়ে ধরে আলু-ভাতে কিন্নরীর দাউদাউ কোমররেখা

বিকেলের দৈববাণী থেকে রেন-পাইপের ইমেল বেয়ে
যুবক-যুবতীদের বৃষ্টি-প্রকারের দিকে
হামেশাই উজিয়ে আসে নৈশভোজনের নেমন্তন্ন