রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – সপ্তাশ্ব ভৌমিক



চড়ক মেলার গান

চড়ক মেলায় বঁড়শি বিঁধিয়ে ঘোরা
মনে হয়েছিল মহাকাশ দেবো পাড়ি
হর হর বোম বোম বোম হর হর
গাজনের মেলা তোমার সঙ্গে আড়ি
এতদিন ধরে লতাপাতা ঘষে ঘষে
মাংসল পিঠ বিবশ হয়েছে যেন
তবু যন্ত্রণা স্নায়ুতে স্নায়ুতে ছোটে
তুমি জানো দেব কষ্ট নিয়েছি কেন
কত কে এসেছে ওর কেন অসময়
এত প্রচেষ্টা অবশেষে হল মাটি
গাঁজার নেশায় ভুলে গেলে তুমি শিব
ভক্তির চেয়ে অবুঝের প্রেম খাঁটি