রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – সমীরণ


দস্যি মেয়ে


ঘুমিয়ে নাকি দস্যি মেয়ে? নাকি
ঘুমের সাথে সেই থেকে তোর আড়িই হয়ে আছে
না ঘুমালে বাইরে তাকা,মেঘ করেছে
মেঘের ছায়া উপচে পড়ে মনখারাপের কাঁচে
সেসব কাঁচে রোদ ভেঙে যায় –
মন ভেঙে যায়,দাগ লেগে যায়
ফাগ ছুটে যায় শহরজুড়ে,আকাশজুড়ে
এমনকি তোর শরীরজুড়ে...

ঘুমিয়ে নাকি দস্যি মেয়ে? এখন বরং জানলা খুলে
একলা রাতের গন্ধ নে;
মেঘলা শহর,চোখ ধুয়ে দিক
আজকে না হয় আতর মাখিস চন্দনের...