ভালবাসার কবিতা
তোমাকে ফ্যাসিস্ট বলে মনে হলো আজ এই সন্ধ্যায়
যেভাবে গাছের মধ্যে লুকোনো কোটরে থাকে সাপ
ছোবল তেমনই এলো, আকস্মিক মুখের আদল
বদলে গেল, যেন এই নির্বিকার হিংসাই প্রধান।
মাটির পুতুলে প্রাণ নেই তাই যেরকম খুশি
ভেবে নেওয়া যেতে পারে, পুজো হয়, খেলার প্রতিভা
দেখা যায় ফুটে উঠলো ছন্নছাড়া বালিকার হাতে।
সেও কি একথা জানে? যেকোনো সময় ভেঙে যায়
যে পুতুল, তার কোনো রান্না বা পুজোর ঘর নেই!
তেমনই গাছের কাছে আমার এই একলাই দাঁড়ানো
তুমি নিলে ছোবলের তৃষ্ণা হয়ে, প্রাণ নয়, বিষ
আচমকা বিদ্বেষ হলো সব গল্প, প্রণয়কাহিনী।
তোমাকে ফ্যাসিস্ট বলে তবু আমি পালাব না আজ
কারণ বলব না, তিনি যেন এই পুজোর আরতি
আমার স্বভাবদোষে আমাকেই শিকার করছেন।
তোমার ছোবল তাই আজও মুগ্ধ আমি পান করি
যদিও মধুর সবই জানি বড় বেশি অসহায়
বদলে যায়, পড়ে থাকে, সামান্যই টুকরো ছুয়ে থাকা
আমাদের খেলাঘর, মহাকাশ, নীলাভ পৃথিবী
1 comments:
সুন্দর সুন্দর
একটি মন্তব্য পোস্ট করুন