রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – অরিত্র দত্ত



তৃষা – ১
গোটা বছর কেটে গেলেও
গোটা পৃথিবীটা সূর্যকে একপাক ঘুরলেও
অথবা আমরা একবছর বুড়িয়ে গেলেও
তোকে না-কথাগুলো বলতে পারিনি,
অথবা কি যে বলার ছিল তাও জানি নি,
কি শোনানোর ছিল তাও শুনিনি...
তবুও হয়তো কিছু একটা বলতাম
আটপৌরে ঘুলঘুলি দিয়ে উড়তে উড়তে
ট্রামতারে ঝোলা ঘুড়ির সমব্যাথী হয়ে
তিনটে কুকুরের মুখ বাঁচিয়ে
এসে পড়তাম তোর পা’য়।
কথাগুলো না হয় জমা থাকতো
না হয় বাকিটুকু বুঝে নিতাম
(বা বুনে নিতাম)
অথবা বসিয়ে দিতাম নিজের কথা
তাও তোকে বলা হল না
তোকে কী করি
কতটা কী বাসি
অথবা তুই ছাড়া কী হবে
সেসব না,অন্যকিছু...

বছরটা ঘুরে গেল,তবুও বলা হল না