শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১২

ঋষি সৌরক

স্বৈরাচার-সিড্‌ অফ্‌ মারিজুয়ানা

খটখটে লাল দাগ নীচু বুক ছুঁয়ে উড়ছে অ্যালগরিদম্‌পাখি -
পালকে পালকে নরম যৌন-অ্যাভিয়েশন,
'
' দিয়ে শুরু যে কোনো আর্জি ঋণাত্মক উর্বরতায় ফোটে ...

পাজ্‌লের মতো ছেনাল পাকদণ্ডি থরে থরে ট্রমা
রাজকন্যার ঘুমন্ত ঠোঁট খসে পড়ে ক্যানাবিস কুঁড়ি
১৯৯৭ এ ষোড়শী লিওন যখন প্রথম ভার্জিনিটি হারাল

মলয়’দা কি জানতেন,
বাঁকা চাঁদ কেনো গলে গলে পড়তে বাধ্য অবন্তিকারই হাভাতে ঊরুতে

সো কল্‌ড্‌...সো ফার ...সো হোয়াট ?
সো সাইটি ফুঁকে মেরে দিচ্ছে অচেতনতা

একটা পরিপূর্ণ অবন্তিকাকে আমি ভেঙ্গেছি
হ্যাঁ ভেঙ্গেছি
দুমড়ে-মুচড়ে-খুবলে-খাবলে  


পার্টস অফ স্পিচ ...নির্বাক ...ধোঁয়া...আঁশ



3 comments:

prolay mukherjee বলেছেন...

nirbak bhalo laga janai risi.asombhob sundor laglo bhai.

KRUCIAL বলেছেন...

inspiration er jonno onek onek dhonnobad proloy da

অপরাজিতা বলেছেন...

"একটা পরিপূর্ণ অবন্তিকাকে আমি ভেঙ্গেছি
হ্যাঁ ভেঙ্গেছি
দুমড়ে-মুচড়ে-খুবলে-খাবলে


পার্টস অফ স্পিচ ...নির্বাক ...ধোঁয়া...আঁশ".......... ছুঁয়ে গেল, রিক। ভালবাসা নিও।