ঘর নেই
বন্ধুহীন পাতারা ঝরে গেলে
এখন বিকেল নামে বৃষ্টির সাথে
স্তব্ধতা পেরিয়ে ফিরে যাবো ভাবি
ঝুঁকে পড়া ঘাড় তুলে কেউ বলে,
পুরোনো পথে যেও না..
বুকের ভেতর দুলে যাওয়া দিন
ঘরের আর কোনো ঘর কেন নেই!
রাত ঘন হলে মেলার মাঠ থেকে
ডেকে যায় যারা.. ওদের তুমি চেনো ?
এখন বিকেল নামে বৃষ্টির সাথে
স্তব্ধতা পেরিয়ে ফিরে যাবো ভাবি
ঝুঁকে পড়া ঘাড় তুলে কেউ বলে,
পুরোনো পথে যেও না..
বুকের ভেতর দুলে যাওয়া দিন
ঘরের আর কোনো ঘর কেন নেই!
রাত ঘন হলে মেলার মাঠ থেকে
ডেকে যায় যারা.. ওদের তুমি চেনো ?
2 comments:
ভালো লাগলো ।
"বন্ধুহীন পাতারা ঝরে গেলে
এখন বিকেল নামে বৃষ্টির সাথে
স্তব্ধতা পেরিয়ে ফিরে যাবো ভাবি
ঝুঁকে পড়া ঘাড় তুলে কেউ বলে,
পুরোনো পথে যেও না.."
সুন্দর! শান্ত! ভালো লাগলো দিদি!!
একটি মন্তব্য পোস্ট করুন