বুধবার, জানুয়ারী ০১, ২০১৪
  কবিতা
 
আজও
সায়ন্তন সাহা 
  
  
 ডানায় রোদের লাবণ্য মেখে উড়ে যায় কেউ 
চাঁদজ্বলা ছাই থেকে গলে যায় তরল শরীর 
একটা ছাদ পাড়ি দেয় চাঁদটার কাছে 
জিভ আজ ভুলে গেছে নুনের স্বাদ আর প্রতিবিম্ব-কেও 
  
ছুঁয়ে  থাকা আলো পিছলে যায় 
তোমাদের সাজানো বাগানে আত্মহত্যা করে একজোড়া অর্কিড 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন