সোমবার, অক্টোবর ১৫, ২০১২
  কবিতা
 
হাঁ 
সময়, অতিবৃদ্ধ ডাক্তারের মতোন   
অঞ্চলের নতুন পিয়ানোদিদিমণিকে 
কাঁপা কাঁপা হাঁ করিয়ে 
তার ভরন্ত খোলা মুখের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে 
আঁধার-বাঁধানো রাস্তায় নেমে চলে গেছে কবে... 
সেই থেকে পৃথিবীর সমস্ত রুগির সাথে আমিও   
আজীবন অপেক্ষায় আছি। 
অলংকরণ –মেঘ অদিতি     
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
অপূর্ব !
উত্তরমুছুন