সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

মেঘ অদিতি


ওমপাখি

জ্বর এলে ভাবি কেউ একজন আছে

যে এসে নির্জনে শোনাবে এস্রাজ
জ্বর সেরে গেলে পৌরাণিক গল্পগাছায়
সান্ধ্য-ভ্রমণে ভেসে যাবো তার সাথে..

জ্বর এলে একা হয়ে যাই খুব

তখন কেন যে অত শিউলি ফুল..
পাথরশরীর খুলে মোহক যায় উড়ে

জ্বর আসে বহুবার, সে আসে না

গান গায় ওমপাখি উত্তরের বনে..
অলংকরণ -মেঘ অদিতি

2 comments:

Sushanta বলেছেন...

জ্বর আসে বহুবার, সে আসে না
গান গায় ওমপাখি উত্তরের বনে..

অপরাজিতা বলেছেন...

জ্বর এলে একা হয়ে যাই খুব........... :)