ক্ষুধা যেন শুধু ক্ষুধাটুকু নয়
কচি রেজা
ভালোবাসা শুধু ভালোবাসা নয়
ধুতুরার ঘোর নেশা,
ক্ষুধা যেন শুধু ক্ষুধাটুকু নয়,
পদ্ধতি কিছু ভিন্ন,
অথচ আগুন, অথচ পায়েস,
নিগুঢ় মাংস-ঘেঁষা,
যেন তোর হাতে খায়নি কেউ
তুই ও খাসনি হাতে,
যেন অনন্ত নিহিত ভ্রান্ত
যেন তোর হাত মিথ্যা
যেন আমি এক ভিখিরির থালা,
দ্বারে দ্বারে ঘুরি তোর,
প্রাসাদে দাঁড়িয়ে তুই কি
আমাকে একটি পয়সা দিবি?
কচি রেজা
ভালোবাসা শুধু ভালোবাসা নয়
ধুতুরার ঘোর নেশা,
ক্ষুধা যেন শুধু ক্ষুধাটুকু নয়,
পদ্ধতি কিছু ভিন্ন,
অথচ আগুন, অথচ পায়েস,
নিগুঢ় মাংস-ঘেঁষা,
যেন তোর হাতে খায়নি কেউ
তুই ও খাসনি হাতে,
যেন অনন্ত নিহিত ভ্রান্ত
যেন তোর হাত মিথ্যা
যেন আমি এক ভিখিরির থালা,
দ্বারে দ্বারে ঘুরি তোর,
প্রাসাদে দাঁড়িয়ে তুই কি
আমাকে একটি পয়সা দিবি?
1 comments:
osadharon, didi
একটি মন্তব্য পোস্ট করুন