যা ইচ্ছে তাই
পার্থ প্রতিম রায়
১
ঘরের ফুসফুস, মুখ দেখা গোলাপির
কয়েকটা বোকাসোকা ইসসস!!!!
হাওয়ার তলপেটে লাট খাওয়া ঘুড়ি
বোতাম খোলা রিংটোনে
খুচরো অবুজ ফাঁক...
রোদের নিরামিষে জানলার চোরাটান
বৃষ্টিরও একটা চরিত্র আছে,
রং রুট গান খায়্,,,
চোখের স্যাঁতস্যাঁতে...
২
আধশোয়া নদীর পাতায় অথৈ গল্পে
বাঁকের তুমুল ভাঙছে স্রোত
সেলফোনের হিংসে প্রেম জমায়...
বয়ঃসন্ধি পোশাকে মেঘলা
প্রচ্ছদের আভাসে নিজের আলুথালু
... ঝুল
... ইচ্ছে
থইথই চোখে সম্পর্ক শানায়...
৩
আলপথে অজুহাত ধরে হাঁটছি
পায়ের জাদুটনা ভাসিয়ে ঘাসের মেকিপনা
হাওয়ার ময়েশ্চার থেকে খুনসুটি রোদ
হাসির ডাকনামে পাশফেরা সন্ধ্যের সবটুকু...
আলোর ফেনা, চেনা ইমেজের ঝোপ
ঘামের এক্সরে সমেত খেলার মাঠ
আমার ...দু তিন ফর্মা ছেলেবেলা
৪
প্রচ্ছদে লেগে আছে শূন্যতার ভর
আগুন তখনো তরল
টেবিল পেরুনো আলোর মার্জিন
হাওয়ার খোপ থেকে কুয়াশাপাপড়ির
দু-একটা মেঘই স্বপ্নলাজুক...
ভাবনার বর্ণপরিচয়ে মনের জমাটগুলো
উস্কে দিচ্ছে
শব্দ পাচ্ছে......বল্লমশব্দ!
৫
ছাদের ওপর দু চারটে টব
পারফিউম কাকুর ছাদে
বিভিন্ন রকমের টব
সম্পর্কের টব, ভালোবাসার টব
টাকার টব, শব্দের টব,
গীতবিতানের টব......
কিন্তু মনের টব নেই, যেখানে
নিজেকে গজিয়ে তুলতে পারে!
৬
ঘুম থেকে উঠো, স্বপ্ন কুচকে পিঠ চুলকাও,
বাড়তি ভালো থাকাতে পুরনো জুতো
জানালাটার মতো আজকের সমস্ত সকাল।
চায়ের কাপ আর ব্যক্তিগতগুলোতে
আলতো পড়ে সুখের সরুপাঁচিল
এরপর যতটুকু সাবিত বক্সের ভিতরে থাকি
ততটুকু মেঝেতে ঝুঁকে পড়ে নিজের
ছবি দেখতে চেষ্টা করছি......
৭
খুঁটিনাটি ছাদ, শুকনো সাইকেল
রাস্তার জট থেকে ছিটকে পড়ছে অলিগলি
জামার বাড়তি ইচ্ছেগুলো বোতামে বাঁধা
বাড়ির আঁচল ছড়ানোয় ঘুমিয়ে থাকা পাড়া!
আস্তে আস্তে
ডানাহীন
মুখহীন
আজকের ধারাবাহিকতা
৮
হাওয়ার আবদার ফোঁটা
মনগড়ায় ফিরে আসায়
শরীরে কৌতুক লেগে আছে
জানালায় পিঁপড়ের ফুটপাত
দোটানা ঘড়ির প্যান্ডুলামে
সময়ের তখনটাই স্বেচ্ছাচারিতা
যাপনের স্ট্রিং ছেঁড়া!
নিরাময় হিসাবে মুহূর্তেরা
ছিটকে যাচ্ছে দুরের ভেজাতে...
পার্থ প্রতিম রায়
১
ঘরের ফুসফুস, মুখ দেখা গোলাপির
কয়েকটা বোকাসোকা ইসসস!!!!
হাওয়ার তলপেটে লাট খাওয়া ঘুড়ি
বোতাম খোলা রিংটোনে
খুচরো অবুজ ফাঁক...
রোদের নিরামিষে জানলার চোরাটান
বৃষ্টিরও একটা চরিত্র আছে,
রং রুট গান খায়্,,,
চোখের স্যাঁতস্যাঁতে...
২
আধশোয়া নদীর পাতায় অথৈ গল্পে
বাঁকের তুমুল ভাঙছে স্রোত
সেলফোনের হিংসে প্রেম জমায়...
বয়ঃসন্ধি পোশাকে মেঘলা
প্রচ্ছদের আভাসে নিজের আলুথালু
... ঝুল
... ইচ্ছে
থইথই চোখে সম্পর্ক শানায়...
৩
আলপথে অজুহাত ধরে হাঁটছি
পায়ের জাদুটনা ভাসিয়ে ঘাসের মেকিপনা
হাওয়ার ময়েশ্চার থেকে খুনসুটি রোদ
হাসির ডাকনামে পাশফেরা সন্ধ্যের সবটুকু...
আলোর ফেনা, চেনা ইমেজের ঝোপ
ঘামের এক্সরে সমেত খেলার মাঠ
আমার ...দু তিন ফর্মা ছেলেবেলা
৪
প্রচ্ছদে লেগে আছে শূন্যতার ভর
আগুন তখনো তরল
টেবিল পেরুনো আলোর মার্জিন
হাওয়ার খোপ থেকে কুয়াশাপাপড়ির
দু-একটা মেঘই স্বপ্নলাজুক...
ভাবনার বর্ণপরিচয়ে মনের জমাটগুলো
উস্কে দিচ্ছে
শব্দ পাচ্ছে......বল্লমশব্দ!
৫
ছাদের ওপর দু চারটে টব
পারফিউম কাকুর ছাদে
বিভিন্ন রকমের টব
সম্পর্কের টব, ভালোবাসার টব
টাকার টব, শব্দের টব,
গীতবিতানের টব......
কিন্তু মনের টব নেই, যেখানে
নিজেকে গজিয়ে তুলতে পারে!
৬
ঘুম থেকে উঠো, স্বপ্ন কুচকে পিঠ চুলকাও,
বাড়তি ভালো থাকাতে পুরনো জুতো
জানালাটার মতো আজকের সমস্ত সকাল।
চায়ের কাপ আর ব্যক্তিগতগুলোতে
আলতো পড়ে সুখের সরুপাঁচিল
এরপর যতটুকু সাবিত বক্সের ভিতরে থাকি
ততটুকু মেঝেতে ঝুঁকে পড়ে নিজের
ছবি দেখতে চেষ্টা করছি......
৭
খুঁটিনাটি ছাদ, শুকনো সাইকেল
রাস্তার জট থেকে ছিটকে পড়ছে অলিগলি
জামার বাড়তি ইচ্ছেগুলো বোতামে বাঁধা
বাড়ির আঁচল ছড়ানোয় ঘুমিয়ে থাকা পাড়া!
আস্তে আস্তে
ডানাহীন
মুখহীন
আজকের ধারাবাহিকতা
৮
হাওয়ার আবদার ফোঁটা
মনগড়ায় ফিরে আসায়
শরীরে কৌতুক লেগে আছে
জানালায় পিঁপড়ের ফুটপাত
দোটানা ঘড়ির প্যান্ডুলামে
সময়ের তখনটাই স্বেচ্ছাচারিতা
যাপনের স্ট্রিং ছেঁড়া!
নিরাময় হিসাবে মুহূর্তেরা
ছিটকে যাচ্ছে দুরের ভেজাতে...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন