আমি তো পাগল হয়ে যাবো
 কৌস্তুভ দে সরকার 
 
 আমি তো পাগল হয়ে যাবো
 মাঝরাতে এরকম বৃষ্টি হলে ;
 আর তুমিও মশারি খুলে -
 এরকম হাওয়ার ভেতর
 আমার বুকের ওপর
 পা’দুখানি তুলে দিয়ে
 হাসছো মিটিমিটি !
 
 আমি তো পাগল হয়ে যাবো
 তোমার গন্ধর্বস্নানে
 এমন মাটির ঘ্রানে
 মোহগানে....
 মাঝরাতে চুপিচুপি
 বিছানায় বৃষ্টি হলে
 কাঠখড় ভেসে যাচ্ছে
 ত্রস্ত চারিধার
 এলমেলো ধ্বংসের স্তুপ
 আমার বারুদস্তম্ভ ভিজে যাচ্ছে
 পালাটিয়া গানে
 এ কেমন অলৌকিক রাত
 বৃষ্টি ঝড়ে পড়ছে আগুনে.....
 দাউদাউ......
 জ্বলে পুড়ে যাচ্ছে বৃষ্টির হাত ।
 
 আমি তো পাগল হয়ে যাবো । 
শনিবার, ১৫ জুন, ২০১৩
কবিতা - কৌস্তুভ দে সরকার
শনিবার, জুন ১৫, ২০১৩
  কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন