বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

গুচ্ছ কবিতা - তনভীর হোসেন

গুচ্ছ কবিতা
তনভীর হোসেন



ফু-৩


পাখি হাঁটে গ্রীলের ফাঁকেফাঁকে
নিজের বাইরে কোন গন্ধেই তার
স্বস্তি নেই-উড়ে যায় বিবর্তন পড়ে থাকে
মানুষেরা শুধু প্লেন বানিয়ে দেয়
নিজেদের –
সান্ত্বনা পুরস্কার


কুকুর

পরম রাস্তা-ঘনিষ্ঠ কুকুর সরায়না মানুষ
জীবিতরা ডাকেনা কুকুর বন্ধন,
প্রেসক্লাব শান্ত থাকে
সর্বোপরি কোন গোলমাল নেই
প্রাণিবিদ্যার ইতর অধ্যায় মৃত্যুতেই নতজানু
ইতিহাসবিশ্রুত অনাড়ম্বর মিথ

শুধু আরো এক মরদেহ
পৃথিবীর ব্যস্ত মোটরঅলাদের
চিনিয়ে দেয় স্পিডব্রেকার...


মা


কিছু টব উৎসরিত হচ্ছে
সূর্যের লোভে
গ্রীলের খাঁচা পরম যত্নে ওদের
বুকে জড়িয়ে দেয় মহাশূন্যচারী কোট

রোদ-বৃষ্টির রসায়ন মরচেধরায় আর
ভাঙ্গারি দোকানের ঠিকানা লিখে দেয়
গ্রীলের বুকে

এই সম্পর্ক মা আর সন্তানের মতো
তার বুকের চিরস্থায়ী দাগ-তো আমারই
ছোট ভাইটা যখন টব ছিল

গ্রীলের অসুখ করেছিল মা'র
আমি আর বাবা টবের পুলসেরাত হয়েছিলাম
গ্রীলের মতো মা হয়েছিলাম।


কার্টন

কার্টন ফিরেছে লোহিত শৈবাল-
দ্বীপ-উপদ্বীপ মানচিত্র হেঁটে

মাঝবয়সের ক্রাইসিস নেই
গড় ওজন মোট ওজন দেশ শহরের নাম-ধাম
জন্ম-মৃত্যু তারিখ নির্মেদ কলেবরে

তার বুকের দিকে তাকালে মনে হয়
তাড়া খাওয়া ইঁদুর চালান
হয়ে গেছি জরুরি কুরিয়ারে জাহাজে
বন্দরে

তবু গন্ধ খুঁজে পায় জালিম বেড়াল
কাকেদের পৃথিবীখেকো ঠোঁটে
নিভৃতবাস করে তুখোড় গুপ্তচর

আমাকে সন্দেহপ্রবণ করে তোলে
কালেভদ্রে নিজেকে পেরিয়ে
নিজকে ধরার এই মানবিক প্রতিজ্ঞা

সুতো কাগজের ঘুড়ি উড়ে গেলে
হৃদয় ভারী হয় আমিতো ঘুড়ি নই
পাখিও বিস্ময়

পায়ে নেমে এসো দেবী
গড়িয়ে যাই অবশিষ্ট জলভাগ