শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - কচি রেজা

বিজিতা
কচি রেজা


পুতুলগুলোর খুব কাছেই থাকি,
শীতকালে ওদের গাল আর পালিশ করা নখও বস্তূত কাঁপে,
আমি কাঁটাঝোপ অনেক কষ্টে পেরিয়ে এসে শুনি, এখনও
চিনে মেয়েদের 'পা বেঁধে রাখা হয়,

দুঃসংবাদের কাছে যে-কোনো সুসংবাদই বিপজ্জনক, টের পেয়ে
শেষপর্যন্ত পড়ে ফেলি হস্তরেখার বই,
বলি নি তো, আমি সুবাসিত, জিহ্বভার নিচে দুগ্ধ ও মধু, তবু
ধর্মীয়তাৎপর্য মেনে কেউ যেতে দিল না পর্বাতারোহীদের সঙ্গে।