শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - বিদিশা সরকার

শনাক্তকরণ
বিদিশা সরকার


কেন এত নীরবতা
ত্রয়োদশী চাঁদের আলোয়
ক-অক্ষর পড়া যায় ?
রজনীগন্ধার আলো বাগান ভরিয়ে ....

জোনাকিরা নিভে গেছে ,
গত সাতদিন শুধু
পড়শির উৎসবে মারবা সানাই

তবু শূন্যতায় ভরা
শূন্যে ব্যাবিলন
তুমিও কি ফিরে গেছ
রোজ যেরকম ---
অপেক্ষাতো বেওয়ারিশ লাশ
শনাক্তকরণে যারা
কুলটা বলেছে ।