শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - সপ্তাশ্ব ভৌমিক

পদাতিক
সপ্তাশ্ব ভৌমিক



ঝাপ বন্ধ করে রাখি ফণা থাকে চোখের আড়ালে
ভেতরে অবাধ্য ঋণ ক্রমাগত সুদ হয়ে বাড়ে
প্রতিবিম্ব শুধু জানে আকার বিকার আয়তন
গভীরে অনেক ক্ষয় উপরে চিকন আবরণ

অবিরাম তীর ছোটে মেঘের আড়ালে কারা হাসে
পদাতিক একা লড়ে অস্ত্র শুধু ঢাল তলোয়ার
নিশ্চিত পতন জানি তবু যুদ্ধ শুদ্ধ করে পথ
ক্রমাগত রক্ত ঝরে নিভে আসে অলীক শপথ

ধীরে ধীরে সন্ধ্যা নামে আরো ধীরে মৃত্যু নেমে আসে
বাতিস্তম্ভ বহুদূরে হিম পড়ে সৈনিকের গায়
অস্ত্র পড়ে আছে পথে শেষ হল মান অভিমান
শেয়াল কুকুর ডাকে আজ রাতে নেই পরিত্রাণ

শুয়ে থাক নুয়ে থাক ভিন্ন কোনো পথ নেই আর
পুড়ে যাচ্ছে পুড়ে যাক ভেতরের সব হাহাকার