শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - ইন্দ্রনীল তেওয়ারী

গীত
ইন্দ্রনীল তেওয়ারী


কতদিন কথা বলিনি।
কতদিন শুনিনি গান।

আজ এতো রোদ,এতো ঝলমলে সকাল.........
এতো গোলমেলে রাস্তা।
পৌছনো দায় হয়ে গেছে।

কতদিন ওড়েনি বাতাসে ঝরঝর বৃষ্টি।
কতদিন ঢেকে যায়নি আকাশ মেঘে।

আজ এতো যে মানুষ, এতো কথা।
অসংখ্য ছায়াছবি।
মুখটুকু চিনে নেওয়া ভার।

আরও কতো ঘুম পেরিয়ে যাবে।
আরও কতো বিছানা, ঠিকানা.........
অগুনতি চুম।

মনে হয়,
দুয়ার পেরোন যাবে না আর, দুয়ার না পেরোলে।