শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

কবিতা - অলক বিশ্বাস

প্রকৃত গল্প
অলক বিশ্বাস



প্রকৃত গল্প বলা ভীষণ কঠিন
ভূমিকম্প হতে পারে এই ভেবে
তুমুল বর্ষণে তুমিও বজ্রপাত !
রোদহীন দিন কঠিন ভীষণ
ভূপৃষ্ঠে উছল সেই তো অশ্রুপাত।

নিখুঁত দেখছি একটু একটু করে
সরাই আভরণ, দু‘চোখে বিকেলগুলি
গল্পে নির্জন দ্বীপ
অনুভব দীর্ঘতর হলে রাত্রি গভীর নিবিড়
প্রাকৃত শিল্পকলায় প্রকৃত বিশ্ব গড়ে তুলি।

প্রকৃত গল্প আসলে নদী
প্রকৃত সারস থাকো যদি

প্রকৃত পাথর হয়ে যাও। 


3 comments:

Dr.sipra Mukherjee.Halder বলেছেন...

darun laglo Alok...khub valo lekha...mon chunye gelo..

Dr.sipra Mukherjee.Halder বলেছেন...

darun laglo Alok...khub valo lekha...mon chunye gelo..

Anonymous বলেছেন...

ভালো লাগলো ভীষণ। অশ্রু..