শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৩

গুচ্ছ কবিতা - বিপ্লব গঙ্গোপাধ্যায়

গুচ্ছ কবিতা
বিপ্লব গঙ্গোপাধ্যায়





পাপের কোরাস চুইয়ে
হলুদ ত্বকে ফুটে আছে
মৃদু হাইফেন-
সে-লা-ই-বি-হি –ন

উপত্যকা



অনূদিত ঘুমকাতরতা
তুলে আনছি
আকরিক সুখ

ওরা ফেলে গেছে
লোকাল কুয়াশা ,বাতিল বারুদ, ম্যাপলিথো স্বপ্ন
ক্লোজড ছায়াপথ
কুড়িয়ে নিচ্ছি উদভ্রান্ত
গল্পরেখা



স্থির হাতলে
আটকে রাখা প্রত্যন্ত অক্ষর
গড়িয়ে আসছে
জমাট ছবি, আলোরং
জ্যোৎস্না সিরিঞ্জ
বিনিময় যোগ্য শীত পেরিয়ে
দেখি তোমার স্বাদু অন্তর্বাস
আর কয়েকটি
অ ক্ষ র



তার ব্যারিটোনে
রাগি সতর্কতা
নিকোটিন উৎসব
জানালায় বিদ্যুৎ রঙ

প্রাক্তন গন্ধের মধ্যে
লালিত চৌকাঠ ।



শিল্পায়ন

রীরের আনাচে কানাচে
( প্রাগম্যাটিক মনোলগ )
ভাইব্রেশন, নাট বল্টু , হামিং সাউন্ড
ধাতব শীৎকার ...

-

বিঃ দ্রঃ- পি এল এফ হাই ।

2 comments:

ratnodipa de ghosh বলেছেন...

চমৎকার একটি কবিতা , সুন্দর ব্যাপ্তি ... কবিকে ভালোবাসা

Tusti Bhatta বলেছেন...

চমৎকার