গুচ্ছ কবিতা
বিপ্লব গঙ্গোপাধ্যায়
১
পাপের কোরাস চুইয়ে
হলুদ ত্বকে ফুটে আছে
মৃদু হাইফেন-
সে-লা-ই-বি-হি –ন
উপত্যকা
২
অনূদিত ঘুমকাতরতা
তুলে আনছি
আকরিক সুখ
ওরা ফেলে গেছে
লোকাল কুয়াশা ,বাতিল বারুদ, ম্যাপলিথো স্বপ্ন
ক্লোজড ছায়াপথ
কুড়িয়ে নিচ্ছি উদভ্রান্ত
গল্পরেখা
৩
স্থির হাতলে
আটকে রাখা প্রত্যন্ত অক্ষর
গড়িয়ে আসছে
জমাট ছবি, আলোরং
জ্যোৎস্না সিরিঞ্জ
বিনিময় যোগ্য শীত পেরিয়ে
দেখি তোমার স্বাদু অন্তর্বাস
আর কয়েকটি
অ ক্ষ র
৪
তার ব্যারিটোনে
রাগি সতর্কতা
নিকোটিন উৎসব
জানালায় বিদ্যুৎ রঙ
প্রাক্তন গন্ধের মধ্যে
লালিত চৌকাঠ ।
৫
শিল্পায়ন
রীরের আনাচে কানাচে
( প্রাগম্যাটিক মনোলগ )
ভাইব্রেশন, নাট বল্টু , হামিং সাউন্ড
ধাতব শীৎকার ...
-
বিঃ দ্রঃ- পি এল এফ হাই ।
বিপ্লব গঙ্গোপাধ্যায়
১
পাপের কোরাস চুইয়ে
হলুদ ত্বকে ফুটে আছে
মৃদু হাইফেন-
সে-লা-ই-বি-হি –ন
উপত্যকা
২
অনূদিত ঘুমকাতরতা
তুলে আনছি
আকরিক সুখ
ওরা ফেলে গেছে
লোকাল কুয়াশা ,বাতিল বারুদ, ম্যাপলিথো স্বপ্ন
ক্লোজড ছায়াপথ
কুড়িয়ে নিচ্ছি উদভ্রান্ত
গল্পরেখা
৩
স্থির হাতলে
আটকে রাখা প্রত্যন্ত অক্ষর
গড়িয়ে আসছে
জমাট ছবি, আলোরং
জ্যোৎস্না সিরিঞ্জ
বিনিময় যোগ্য শীত পেরিয়ে
দেখি তোমার স্বাদু অন্তর্বাস
আর কয়েকটি
অ ক্ষ র
৪
তার ব্যারিটোনে
রাগি সতর্কতা
নিকোটিন উৎসব
জানালায় বিদ্যুৎ রঙ
প্রাক্তন গন্ধের মধ্যে
লালিত চৌকাঠ ।
৫
শিল্পায়ন
রীরের আনাচে কানাচে
( প্রাগম্যাটিক মনোলগ )
ভাইব্রেশন, নাট বল্টু , হামিং সাউন্ড
ধাতব শীৎকার ...
-
বিঃ দ্রঃ- পি এল এফ হাই ।
2 comments:
চমৎকার একটি কবিতা , সুন্দর ব্যাপ্তি ... কবিকে ভালোবাসা
চমৎকার
একটি মন্তব্য পোস্ট করুন